অবসর
লিখেছেন লিখেছেন মামুন ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৩৯:৩৩ সকাল
জানালা দিয়ে বাইরে তাকালেন।
কালো মেঘে ঢেকে আছে পুরোটা আকাশ। মেঘ জমেছে মনের কোণেও। আকাশের মেঘ কিছু পরেই সরে গেলেও, মনের বিষন্নতার কালো মেঘ এতো সহজেই কি তাঁকে নিষ্কৃতি দিবে?
একটু আগে এইচ,আর ডিপার্টমেন্ট থেকে ঘুরে এলেন। ওনাকে ম্যানেজার ডেকেছিলেন। হাতে আর চার মাস সময় আছে। বয়স ৬০ হতে যাচ্ছে এই চার মাস পর। বাধ্যতামূলকভাবে এবার অবসরে যেতেই হচ্ছে।
জানালার দিক থেকে মুখ ফিরিয়ে নিজের সেকশনের দিকে ফিরলেন। এই ষ্টোরটির প্রতিটি যায়গায় রয়েছে তার হাতের ছোয়া-হৃদয়ের পরশ। গত পনের বছরে নিজের মেধা দিয়ে এটিকে গড়ে তুলেছেন। ইমপ্লিমেন্ট করেছেন যুগের সাথে তাল রেখে। এগুলোকে ছেড়ে চলে যেতেই হচ্ছে তাহলে! একটা দীর্ঘশ্বাসের সাথে কিছু জমাট বেদনাও যেন বের হয়ে সেকশনের ভিতরের আবহাওয়াকে ভারাক্রান্ত করে তোলে।
গত পঁয়ত্রিশ বছর ধরে হাসিনা বেগম রয়েছেন ওনার সুখ-দুঃখের সাথী হিসেবে। এই চাকরি থেকে 'অবসর' নেবার পরে কি করবেন? ভাড়া বাসায় থাকেন। দুজনের থাকা-খাওয়ার খরচ আর ঘরভাড়ার টাকাটা তো মাস গেলে হাতে থাকতেই হবে।
সেকশনের মেইন ডোর বন্ধ করে সিঁড়ি বেয়ে নীচে নেমে যেতে যেতে ভাবলেন, তিনি কি ভুল করলেন? অন্যদের মত 'উপরি আয়ের' দিকে না গিয়ে সৎ থাকাটা কি সঠিক ছিল? সিকিউরিটিদের সালামের জবাব দিতে গিয়ে একটু ভাবনা ছিন্ন হলেন। উত্তর দিতে গিয়ে নিজের উত্তরও পেয়ে গেলেন। আল্লাহপাক তো রয়েছেনই। তিনিই তো তাকে এখনো কর্মক্ষম এবং সুস্থ রেখেছেন। আল্লাহর দুনিয়ায় একটা না একটা কাজ পাবেনই ইনশা আল্লাহ।
বিশাল কারখানার মেইন গেইট দিয়ে একজন মোবারক সাহেব বের হয়ে এলেন। মুখে হাসি আর অন্তরে দৃঢ় বিশ্বাস। হাতে আর চার মাস সময় আছে, এরপর অবসরে যাবেন- এমন ষাট বছর ছুঁই ছুঁই একজন মানুষ আর পিছন ফিরলেন না। সোজা রাস্তাটি একদম জীবনের পথেই চলে গেছে। তিনিও সেদিকে পা বাড়ালেন।
# অণুগল্প
বিষয়: সাহিত্য
৯২৫ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুখে অমলিন হাসি আর দৃ্ঢ্ বিশ্বাসই জানিয়ে দেয় মোবারক সাহেবরা ভূল করেন নি। উপরি আয়ের দিকে না তাকিয়ে সৎ থাকাটাই সঠিক ছিল।
মোবারকদের মত মানুষ দ্বারা সমাজ পুর্ণ থাকলে এতো অধঃপতন হতো না আজকের সমাজের।
অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই....।
আপনার কথানুযায়ী মোবারক সাহেবদের দ্বারা সমাজ পুর্ণ হলে কতই না ভালো হতো!
ভালো থাকবেন।
আজ আপনার বাবার সাথে দেখা হবার কথা। ওনাকে আমার সালাম জানাবেন।
জাজাকাল্লাহু খাইর।
এখন পর্যন্ত যাওয়ার পথ বের করতে পারিনি,মালিকের কাছে টাকা থাকায় এবং বিমানের টিকেট না পাওয়ায় দেরী হচ্ছে।বাসে গেলে আসা-যাওয়ায় ১৯ঘন্টা লেগে যাবে,এতো সময় নেই। চেষ্টা করছি যেভাবেই হোক দেখা করবো কাল পর্যন্ত ইনশ আল্লাহ।
দোয়া চাই......
ভালো থাকবেন।
মুখে অমলিন হাসি আর দৃ্ঢ্ বিশ্বাসই জানিয়ে দেয় মোবারক সাহেবরা ভূল করেন নি। উপরি আয়ের দিকে না তাকিয়ে সৎ থাকাটাই সঠিক ছিল।
মোবারকদের মত মানুষ দ্বারা সমাজ পুর্ণ থাকলে এতো অধঃপতন হতো না আজকের সমাজের।
অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই... । সহমত
অনেক শুভেচ্ছা আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
ব্লগে সাথে থাকবার জন্যও অনেক শুভেচ্ছা।
ভালো থাকবেন।
জাজাকাল্লাহু খাইর।
চমৎকার হয়েছে আপনার অণূগল্প। সফলভাবেই লিখেছেন..... ধন্যবাদ। অণূগল্পের ভূবনে স্বাগতম
আপনার প্রেরণামূলক মন্তব্যে আমি অভিভূত বোন!
শুভেচ্ছা রইলো আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
সুন্দর অনুভূতি রেখে গেছেন, সেজন্যও শুভেচ্ছা।
সহমত আপনার সাথে।
অনুভূতি রেখে যাবার জন্যও অনেক শুভেচ্ছা ভাই।
জাজাকাল্লাহু খাইর।
মুখে অমলিন হাসি আর দৃ্ঢ্ বিশ্বাসই জানিয়ে দেয় মোবারক সাহেবরা ভূল করেন নি। উপরি আয়ের দিকে না তাকিয়ে সৎ থাকাটাই সঠিক ছিল।
মোবারকদের মত মানুষ দ্বারা সমাজ পুর্ণ থাকলে এতো অধঃপতন হতো না আজকের সমাজের।
অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই... । সহমত ।
সহমত
জাজাকাল্লাহু খাইর।
আর আমি বান্দাকে একটি দিয়েছিলাম যে, জাহান্নামের আগুন থেকে বেচে থাকার চেষ্টা করো। আর বান্দাহ সেটার কথা ভুলেই বসেছে'।
রিজিক আল্লাহর হাতে ছেড়ে দেওয়া মুমীনের ইমানী দায়িত্ব। কথা হল সেক্ষেত্র মুমীনকে তার দায়িত্ব কি সেটা জানতে হবে। ধন্যবাদ
খুব সুন্দর কথা বলেছেন।
মুমিনকে তার দায়িত্ব জানার তৌফিক দান করুন আল্লাহপাক। তবে সবার আগে আমাদেরকে মুমিন হতে হবে। ভাবনার বিষয় হল, আমরা মুমিন হতে পেরেছি কি?
শুভেচ্ছা রইলো আপনার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
মুখে অমলিন হাসি আর দৃ্ঢ্ বিশ্বাসই জানিয়ে দেয় মোবারক সাহেবরা ভূল করেন নি। উপরি আয়ের দিকে না তাকিয়ে সৎ থাকাটাই সঠিক ছিল।
মোবারকদের মত মানুষ দ্বারা সমাজ পুর্ণ থাকলে এতো অধঃপতন হতো না আজকের সমাজের।
অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই... ।
সহমত
এভাবে একজন>>> অন্যজন>>> তার আগেরজন... করে করে মন্তব্যের শেষ সীমা কোথায় গিয়ে ঠেকে কে জানে?
ধন্যবাদ আপনাকে অনুভূতি রেখে যাবার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
মুখে অমলিন হাসি আর দৃ্ঢ্ বিশ্বাসই জানিয়ে দেয় মোবারক সাহেবরা ভূল করেন নি। উপরি আয়ের দিকে না তাকিয়ে সৎ থাকাটাই সঠিক ছিল।
মোবারকদের মত মানুষ দ্বারা সমাজ পুর্ণ থাকলে এতো অধঃপতন হতো না আজকের সমাজের।
অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই... ।
সহমত
এভাবে ভুত থেকে ভুতে কত দীর্ঘায়িত হয় দেখতে চাচ্ছি।
অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন